ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

লঞ্চ টার্মিনালে প্রবেশ ফি বাতিল চেয়ে আইনি নোটিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
লঞ্চ টার্মিনালে প্রবেশ ফি বাতিল চেয়ে আইনি নোটিশ

ঢাকা: লঞ্চ টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার পর তা বাতিল চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। একই সঙ্গে বিনা ফিতে লঞ্চ টার্মিনালে প্রবেশ করার সুযোগ চাওয়া হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
 
নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে বলা হয়েছে।


 
যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন, নৌ সচিব, অর্থ সচিব, বিআইডব্লিউটির চেয়ারম্যান ও পরিচালক (অর্থ), যুগ্ম পরিচালক, উপ পরিচালক (বন্দর) ও ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক।
 
নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী- জাতীয় সংসদে আইন পাস না করে জনগণের ওপর কর আরোপ করা যাবে না। কিন্তু কোনো আইন ও কর্তৃত্ববলে টোলের পরিমাণ বাড়ানো হয়েছে?
 
৩০ সেপ্টেম্বর লঞ্চ টার্মিনালে প্রবেশের ফি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এ অবস্থায় তা বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হলো।

আইনজীবী আবু তালেব বলেন, লঞ্চে যাতায়াতের উদ্দেশ্যে মানুষ টার্মিনালে যায়। তাহলে সেখানে ঢুকতে টোল নেওয়া হবে কেন? 

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।