ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি 

ঢাকা: অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ১৭৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে।

এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।