ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

অস্ত্রসহ গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা রিমা‌ন্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
অস্ত্রসহ গ্রেপ্তার দুই ছাত্রলীগ নেতা রিমা‌ন্ডে দুই ছাত্রলীগ নেতা, ইনসেটে উদ্ধার পিস্তল

ঢাকা: ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের মুহসীন হল থে‌কে অস্ত্রসহ গ্রেপ্তার ব‌হিষ্কৃত দুই ছাত্রলীগ ‌নেতার দুই দিন ক‌রে রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছেন আদালত। 

বুধবার (০৯ অক্টোবর) ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আবু সাঈদ এই আদেশ দেন।

তারা হলেন- হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ।

এ দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিগত কমিটির সভাপতি আবিদ আল হাসান ও মোতাহার হোসেন প্রিন্সের কমিটিতে উপ-ক্রীড়া সম্পাদক ও উপ-অর্থসম্পাদক ছিলেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির উপ-সম্পাদকের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন তারা।

তা‌দের বিরু‌দ্ধে সাত দিনের রিমান্ড আ‌বেদন ক‌রে‌ছি‌লেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আ‌গে মঙ্গলবার (০৮ অ‌ক্টোবর) মুহসীন হলে এক ছাত্রলীগ নেতার মাথায় ‘পিস্তল ঠেকানোয়’ এই দুজন‌কে গ্রেপ্তার করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, হাজি মুহম্মদ মুহসীন হলে তাদের কক্ষে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।

হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। তুষার পড়েন আইইআর-এ, আর আলিফ দর্শনের ছাত্র।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
কেআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।