ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী ফোরামের দাপ্তরিক-প্রচারে নতুন দায়িত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আইনজীবী ফোরামের দাপ্তরিক-প্রচারে নতুন দায়িত্ব

ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নব মনোনীত আহ্বায়ক কমিটির দাপ্তরিক ও প্রচারকাজের জন্য পৃথকভাবে আটজনকে দায়িত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব ফজলুর রহমান এ দায়িত্ব দেন।

দাপ্তরিক কাজের জন্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, আইনজীবী এম মাসুদ রানা, আইনজীবী মো. ওমর ফারুক ও আইনজীবী মো. আশিকুজ্জমান (নজরুল)কে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রচারকাজের জন্য আইনজীবী মো. সহিদুজ্জামান, আইনজীবী শরীফ ইউ আহমেদ, আইনজীবী মো. মাহবুবুর রহমান (দুলাল) ও আইনজীবী মো. রাশেদুল হাসান (সুমন)কে দায়িত্ব দেওয়া হয়।
 
দীর্ঘদিন পরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করেছে বলে জানায় বিএনপি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
 
এ আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।