ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ভুয়া জন্ম‌দিন: খা‌লেদার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ গঠন ১৩ ন‌ভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ভুয়া জন্ম‌দিন: খা‌লেদার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ গঠন ১৩ ন‌ভেম্বর

ঢাকা: কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে জন্মদিন পালনের মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ ন‌ভেম্বর দিন নির্ধারণ ক‌রে‌ছেন আদালত।

বুধবার (৩০ অ‌ক্টোবর) কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভা‌বে স্থা‌পিত বি‌শেষ আদালতে ঢাকার অ‌তি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট কেশব রায় চৌধুরী শুনা‌নির জন্য এই নতুন দিন ধার্য ক‌রেন।

এই মামলায় বুধবার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নির কথা ছিল।

তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ‌দিন তা‌কে আদাল‌তে হা‌জির করা হয়‌নি।

তাই অ‌ভি‌যোগ গঠ‌নের জন্য নতুন এই দিন ধার্য ক‌রে‌ছেন আদালত। খা‌লেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বাংলা‌নিউজ‌কে এ তথ্য জানান।

২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অ‌ক্টোবর ৩০, ২০১৯
‌কেআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।