ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
বরিশালে ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশাল: বরিশালে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে নগরের বাটারগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের জন্য দালালি করে আসছিল ওই চার ব্যক্তি।

খবর পেয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের দায়ে তাদের মধ্যে তিনজনকে এক মাসের এবং একজনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জনস্বার্থে নগরীতে এ ধরনের অভিযান চলবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।