ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

অতিরিক্ত জেলা জজ হলেন ৮৩ জন, বদলি ৩০

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
অতিরিক্ত জেলা জজ হলেন ৮৩ জন, বদলি ৩০

ঢাকা: বিচার প্রশাসনে ৮৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। পাশাপাশি ৩০ জন অতিরিক্ত জেলা জজকে বদলি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দু’টি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’ এর ৬২,৩৫০-৭৫,৮৮০/- বেতন স্কেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৮৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতির পর অতিরিক্ত জেলা জজদের ভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

অপর আদেশে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ৩০ জন অতিরিক্ত জেলা জজকে বদলি করা হয়েছে। আদেশ দু’টি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.lawjusticediv.gov.bd/) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।