ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিবসহ (এপিএস) ৪৩ জনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজির অভিযোগে এনে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মামলা নেওয়ার মতো যথেষ্ট উপাদান না থাকায় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী আতিউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে একই আদালতে মামলার আবেদন করেন স্বপ্না আক্তার। যিনি পেশায় একজন ব্যবসায়ী বলে আর্জিতে উল্লেখ করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটির বিষয়ে আদেশের জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য রেখেছিলেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন—র‌্যাব-৪ এর এএসপি উনু মং মারমা, স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির (যদিও মামলার আর্জিতে তাকে পিএস উল্লেখ করা হয়েছে), র‌্যাব-৪ এর পুলিশ পরিদর্শক আব্দুস সোবহান, এসআই মো. কাওসার ও ক্যা লাহ চিং মারমা, ডিএডি মো. ইফতেখার, এসআই জাহিদুল ইসলাম কবির, এএসআই অমর কুমার দাস, নায়েক হারুন অর রশিদ, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ও আরাফাত, ল্যান্স নায়েক সেলিনা আক্তার, শেরে বাংলানগর থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, এসআই হাফিজুর রহমান, ক্যান্টনমেন্ট থানার এসআই জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত রায়, একই থানার এসআই আজিজ শেখ, কনস্টেবল আবুল কালাম ও রোজিনা বেগম, ফরিদা বেগম, উইং কমান্ডার (অব.) নাসির উদ্দীন মোল্লা, ঢাকা-১৭ আসনের এমপির পিএস শিপন, অনলাইন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আখতারুজ্জামান, আরিফুর রহমান রঞ্জু, আজাদুর রহমান আজাদ, মহিউদ্দিন বাবু, কাইয়ূম হাওলাদার, মোহাম্মদ আলী শুভ, আলমগীর হোসেন, ইমরান মাহমুদ চঞ্চল, রাকিবুজ্জামান, ড. এবিএ সাইফুল ইসলাম, হবি, ইদ্রিস আলী, সুফিয়া, মুনমুন ইসলাম, ওয়াকিল উদ্দীন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ, টিপু খান, হান্নান, নিসান ও মুন্নাফ।

মামলায় তাদের বিরুদ্ধে মামলায় নগদ চার লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।