ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যায় চালক হাসনুরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যায় চালক হাসনুরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট: ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ (৩৫) হত্যা মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবদুল মোমেন শুনানী শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে আসামিকে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

ব্যাংক কর্মকর্তা হত্যায় অভিযুক্ত হাসনু ২৪ ফেব্রুয়ারি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করেন। এরপর বিচারক সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিঠিয়ে গুরুতর আহত করেন অটোরিকশা চালক হাছনুর ও তার সহযোগীরা। গুরুতর আহতবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মওদুদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুরে। মৃত্যুর পর হত্যার ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে অপপ্রচার চালায় পরিবহন শ্রমিকরা। এ ঘটনায় নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।