ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

মানিকগঞ্জে রাকিব হত্যা মামলায় ১ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
মানিকগঞ্জে রাকিব হত্যা মামলায় ১ জনের ফাঁসি প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জে রাকিব হোসেন হত্যা মামলায় শাকিল আহমেদ মিঠু (১৮) নামে এব যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ সিনিয়ার জজ আদালতের বিচারক রহুল আমীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল আহমেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকার মো. মোন্নাফের ছেলে।

মানিকগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, ২০১৮ সালে প্রেমঘটিত কারণে রাকিবকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলার রায়ে শাকিল আহমেদ মিঠুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৪ আসামিকে খালাস দেন আদালত। আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা ও বাদীপক্ষে পিপি আব্দুস সালাম মামলা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।