ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিশুকে ধর্ষণ-হত্যা: শুকুরের ফাঁসি বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
শিশুকে ধর্ষণ-হত্যা: শুকুরের ফাঁসি বহাল

ঢাকা: আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হত্যা মামলায় শুকুর আলী নামে একজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

তার আপিল খারিজ করে মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

এই মামলায় ২০০৮ সালের ৩০ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তীতে ২০১৩ সালের ৬ মে  হাইকোর্ট বিভাগ আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন।

ওই রায়ের বিরুদ্ধে জেল আপিল বিভাগ করে শুকুর আলী। যেটি মঙ্গলবার খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।