ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

বাসেত মজুমদারের মৃত্যু, বসছে না নিম্ন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
বাসেত মজুমদারের মৃত্যু, বসছে না নিম্ন আদালত

ঢাকা: ‘গরীবের আইনজীবী’ হিসেবে খ্যাত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে বুধবার (২৭ অক্টোবর) নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ থাকবে।

সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। ’

এর আগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার জন্য প্রার্থনা করেন।

আবেদনে তারা বলেন, ‘আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য আজ সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত মোতাবেক সব আদালত পূর্ণ দিবস মূলতবি রাখার প্রার্থনা করছি। ’ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বাসেত মজুমদারের প্রতি সম্মান রেখে আদালত পূর্ণ দিবস নিম্ন আদালতের কার্যক্রম মূলতবি করেন।

বুধবার সকাল ৮টা ১৮ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান আব্দুল বাসেত মজুমদার।

আরও পড়ুন:

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার আর নেই

বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

আইনজীবী বাসেত মজুমদারের জীবন ও কর্ম

বাসেত মজুমদারের সম্মানে বুধবার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
কেআই/এনএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।