ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘মুক্তিযোদ্ধা’ শব্দ সংযোজনে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘মুক্তিযোদ্ধা’ শব্দ সংযোজনে রিট

ঢাকা: ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘মুক্তিযোদ্ধা’ শব্দ সংবিধানের যথাযথস্থানে সংযোজন করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একইসঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের নির্ধারণ করা মুক্তিযোদ্ধার সংজ্ঞা বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া মূল সংজ্ঞা প্রতিস্থাপনও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ূম। রিটে, আইন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে বিবাদী করা হয়েছে।

আদালতে আবুল বাশার, কামাল উদ্দিন আহমেদ, আব্দুস সামাদ তালুকদার, আমির আলী, তাওসিফুল বারী খান ও জাবেদ আলী সরকার নামে ছয়জন বীর মুক্তিযোদ্ধা এ রিট করেন।

আইনজীবী হাসনাত কাইয়ূম জানান, আগামী সপ্তাহে এ রিট আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।