ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

বায়রার ভোটের তফসিল স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
বায়রার ভোটের তফসিল স্থগিত

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনের প্রকাশিত পুনঃতফসিল চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ভোটার তালিকায় তিনজনের নাম অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় দু’জনের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (৩১ অক্টোবর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।  

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারীদের রাশনা ইমাম।  

আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচনের জন্য দিন ধার্য করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।