ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

এরশাদ শিকদারের ভাগ্নি জামাইয়ের ১০ বছর জেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এরশাদ শিকদারের ভাগ্নি জামাইয়ের ১০ বছর জেল

খুলনা: মাদক মামলায় খুলনায় কুখ্যাত খুনী এরশাদ শিকদা‌রের ভাগ্নি জামাই‌ মোমিন গাজীকে (৩৫) ১০ বছ‌রের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও এক বছ‌রের কারাদণ্ডা‌দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (৩১ অ‌ক্টোবর) দুপুরে খুলনার অতি‌রিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

দণ্ডপ্রাপ্ত সো‌মিন গাজী যশোরের অভয়নগর উপ‌জেলার রাজঘাট জামরুলতলা এলাকার মৃত গফুর গাজীর ছে‌লে।

আদালত সূত্রে জানা গে‌ছে, ২০১১ সা‌লের ২ মার্চ সোনাডাঙ্গা আবা‌সিক এলাকার তৃতীয় ফে‌জের ১নং রোডের ২৮নং বা‌ড়ির ভাড়া‌টিয়া সো‌মিন গাজীর বাসায় অভিযান চালিয়ে ডিপ ফ্রিজ থে‌কে ৬০‌ কে‌জি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই আলমগীর ক‌বির বা‌দি হ‌য়ে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা ক‌রেন। তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান ২৮ মে চার্জশিট দা‌খিল ক‌রেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।