ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

যমুনায় বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
যমুনায় বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ: যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ১৫ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এ দণ্ডাদেশ দেন।

এর আগে উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জয়নাল আবেদীন (৪৮), রউফ সরকার (৪৬), রফিকুল ইসলাম (৪৫), গ্রামের আলমগীর মণ্ডল (৪০), শুকুর চাঁন (৩৫), ফারুক হারকাঠি (৪০), আবু দাউদ রানা (৩৬), আব্দুর রউফ (৩৭), মুকুল হোসেন খান (৩৮), আব্বাস আলী মোল্যা (৪০), রবিউল মোল্লা (৩৬), ময়নুল ইসলাম (৩৬), আব্দুল আলিম সরকার (৩৫), আলমাছ ব্যাপারী (৩৪) ও আলামীন শেখ (২৪) ৷

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। সোমবার ভোরে অভিযান চালিয়ে ১৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।