ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মী কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মী কারাগারে  ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মুক্তি চেয়ে আদালতের সামনে আধাঘণ্টা অবস্থান করেন নুরুলহক নুর ও অন্যরা

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  

শনিবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

 

এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু।  

আসামিপক্ষে আইনজীবী শিশির মনির ও মুজাহিদুল ইসলাম জামিন আবেদন করেন। এ সময় তারা জামিন শুনানির জন্য আগামী ১১ অক্টোবর দিন রাখার আবেদন জানান। আদালত নিবেদন মতে ১১ অক্টোবর জামিন শুনানির দিন রেখে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন৷ এ সময় আসামিদের পক্ষে আইনজীবীরা অসুস্থতার কারণ দেখিয়ে চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।  

এ মামলায় অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্বিবদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকারের নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাত্র অধিকারের এসব নেতাকর্মীকে আটক করা হয়। এই ২৪ নেতাকর্মীর নামে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে দলটির নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।  

এদিন দুপুরে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে মিছিলসহ আদালতে আসেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর। অর্ধশতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন তারা। আধঘণ্টা অবস্থান করে তারা ফিরে যান।  

এ সময় নুরুলহক সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে৷ হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়৷ নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
কেআই/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।