ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন

ঢাকা: পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর মো. খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

এদিন জামিনে থাকা খলিল আদালতে হাজির হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি শ্বশুর খলিল ঘুমন্ত অবস্থায় তার ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানায় তার শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন।

গত ১ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত শেষে মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী খলিলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৬ মার্চ আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।