ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার বটতৈলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সালাম মণ্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।  

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে কঠোরপাহাড়ায় জেলা কারাগারে পাঠানো হয়। আসামি সালাম কুষ্টিয়ার বটতৈল এলাকার মৃত পলান মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ০৬ ফেব্রুয়ারি রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন প্রতিবেশী সালাম মণ্ডল। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে একটি সালামের নামে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার তদন্ত শেষে অভিযুক্ত সালামের নামে গত ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।  অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।