জয়পুরহাট: জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাসিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় আসামিদের উপস্থিতে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আব্দুস সালামের দুই ছেলে দুলাল হোসেন ও আওলাদ।
আদালত সূত্রে জানা গেছে, সুতরাইল গ্রামের আব্দুল মোমিনদের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জহুরুল, দুলাল ও আওলাদের বিরোধ ছিল। ২০০৮ সালের ২ অক্টোবর রাতে আব্দুল মোমিনের স্ত্রী হাসিনা বেগম তার সন্তানদের নিয়ে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। ওই রাতে বাড়ির প্রাচীর টপকে ঘরে ঢুকে হাসিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন হাসিনার শ্বশুর কোরবান আলী বাদী হয়ে ক্ষেতলাল থানায় প্রতিপক্ষ আপন তিন ভাই জহুরুল, আওলাদ ও দুলাল হোসেনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ২৬ জানুয়ারি জহুরুলকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন।
১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসআই