ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেক্সিকো সিটিতে ব্যায়ামাগার খুললেন ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

শত শত ভক্ত এসেছিলেন ম্যাডোনাকে দেখতে। মেক্সিকোতে তিনি ২৯ নভেম্বর খুলেছেন ব্যায়ামাগার।

নাম দিয়েছেন ‘হার্ড ক্যান্ডি ফিটনেস’। জগত-মাতানো এই শিল্পী বেশ স্বাস্থ্য-সচেতন। শুধু নিজের স্বাস্থ্যই নয়, অন্যদের মধ্যে স্বাস্থ্য-সচেতনতা তৈরিও তার লক্ষ্য। তাই এমন উদ্যোগ।

বায়ান্ন বছর বয়সী এই সঙ্গীতশিল্পী ব্যায়ামাগারের উদ্বোধনের দিনে প্রতিষ্ঠানটির সদস্যদের নাচের কৌশলও খানিকটা দেখিয়ে দেন। তার ১১তম অ্যালবামের শিরোনাম থেকেই রেখেছেন প্রতিষ্ঠানটির নাম। ২০০৮ সালে এই অ্যালবামটি তালিকার শীর্ষে ছিল।

ম্যাডোনার মতে, ‘নামটির মধ্যে একটু সেক্সি সেক্সি গন্ধ আছে। আসলে এমন নাম রেখেছি যেন লোকে বিষয়টিকে হালকাভাবেই নেয়। আমি চাই লোকজন হালকা মেজাজেই থাকুক। আর এ মেজাজ নিয়েই শরীরের শক্তি বজায় রাখুক। ’

ব্যায়ামাগারটির আরো শাখা খুলতে চান তিনি। মেক্সিকো সিটি দিয়ে এর যাত্রা শুরু হলেও অন্য দেশেও শাখা খোলার ইচ্ছা আছে তার।

ম্যাডোনা নিজেই পছন্দ করে কিনেছেন ব্যায়ামাগারের যন্ত্রপাতি। এর ডিজাইনও করেছেন তিনি। প্রতি মাসের সদস্য ফি রেখেছেন ১০৩ পাউন্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, ডিসেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।