ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিজয় দিবসে একসাথে হায়দার হোসেন ও মাহমুদুজ্জামান বাবু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০

দেশের জন্য ভিন্ন আবেদনের গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠা দুই শিল্পী হায়দার হোসেন ও মাহমুদুজ্জামান বাবু। এবারের বিজয় দিবসে তারা মুখোমুখি বসেছেন।

একুশে টিভির ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানমালায় তাদের দেখা যাবে ‘হৃদয়ে উল্লাস বিজয়ে গাঁথা’ অনুষ্ঠানে।

দেশ, মানুষ আর স্বাধীনতা বার বার উঠে এসেছে হায়দার হোসেন ও মাহমুদুজ্জামান বাবুর গানে। দরদী কণ্ঠে এই দুই শিল্পী কখনো চলতি সময়কে ব্যঙ্গ করেছেন, কখনো গানে গানে স্বপ্ন দেখিয়েছেন দিনবদলের। অনুষ্ঠানে তারা তুলে ধরবেন স্বাধীনতার প্রায় চার দশক পর দেশ ও দেশের মানুষের চাওয়া-পাওয়া আর আনন্দ-বেদনার কথা। ভিন্নধারার সঙ্গীত নিয়ে তাদের পথ চলার গল্পও বলবেন মন খুলে। অনুষ্ঠানে আরো থাকছে হায়দার হোসেন ও মাহমুদুজ্জামান বাবুর বেশ কিছু গান।

আবু জাফর রায়হান প্রযোজনায় ‘হৃদয়ে উল্লাস বিজয়ে গাঁথা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে একুশে টেলিভিশনে ১৬ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৫, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।