ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সূ চি’র চরিত্রে ইয়েহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১০

হলিউডের তারকা মিশেলে ইয়েহ সম্প্রতি মিয়ানমার সফর করেন এবং দেখা করেন সে দেশের গণতন্ত্রকামি নেতা সূ চি’র সঙ্গে। খবরে প্রকাশ, সূ চি’র ওপর একটি চলচ্চিত্র তৈরি করার বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।



সূ চি’র আইনজীবি নিয়ান উইন বলেন, ‘ইয়েহ এবং সূ চি একসঙ্গে নৈশভোজ করেছেন গত সোমবার। আমার মনে হয়, চলচ্চিত্রে সূ চি’র চরিত্রে ইয়েহ অভিনয় করবেন, এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ’

মালয়েশীয় বংশো™ভূত ৪৮-বছর বয়সী এই অভিনেত্রী ১৯৯৭ সালে জেমস বন্ড ছবি ‘টুমোরো নেভার ডাইজ’-এ ভভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন।

২০০০ সালে বক্স অফিস হিট ‘ক্রোচিং টাইগার’ এবং ‘হিডেন ড্্রাগন’ ছবি দুটিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেন।

ইয়াঙ্গুন বিমানবন্দরে গত ৭ ডিসেম্বর সূ চি এবং তার ছেলে কিম এরিসকে দেখা যায় ইয়েহ-র সঙ্গে। এরিস এবং ইয়েহ একই সঙ্গে মায়ানমার ত্যাগ করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৬, ডিসেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।