ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাবু যখন সিনেমার মেকআপ ম্যান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১০

আলম সাহেব সিনেমার একজন মেকআপম্যান। স্ত্রী শাহানা বেগম, মেয়ে রূপসী আর ছেলে হিরুকে নিয়ে তার সংসার।

ফিল্ম আর্টিস্টদের মেকআপের কাজ শেষ করে ফিরতে ফিরতে আলম সাহেবের বেশ রাত হয়ে যায়। স্ত্রী শাহানা বেগম প্রতি রাতেই আলম সাহেবের সঙ্গে ঝগড়া করেন। ফিল্মে কত অসুন্দর মেয়েকে তিনি পার করে দিচ্ছেন। কিন্তু নিজের মেয়ের কোনো গতি করতে পারছেন না। বিষয়টি আলম সাহেবকে ভাবনায় ফেলে দেয়। একদিন তিনি নিজেই তার মেয়েকে মেকআপ করতে বসেন। সেদিনই উপলব্ধি করেন, তিনি আসলে মানুষের চোখে ধোঁকা দিচ্ছেন। এরকমই এক মনস্তাত্বিক গল্প নিয়ে একক নাটক ‘একজন মেকআপ ম্যান অথবা নীরবতার গল্প’।

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এ নাটকে মেকআপ ম্যান চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন ফারহানা মিলি, হিল্লোল, শাহ আলম কিরণ, অরুণা বিশ্বাস, রিফাত চৌধুরী, টেলিসামাদ প্রমুখ। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন অলি আহমেদ।

নাটকটি প্রচার হবে দেশ টিভিতে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫০০, ডিসেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।