ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ম্যাডোনাই সবচেয়ে বেশি আলোচিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

আমেরিকার পপ শিল্পী ম্যাডোনা হলেন ব্রিটেনের সবচেয়ে বেশি আলোচিত তারকা। ২০০০ সাল থেকে তাকে নিয়েই ব্রিটেনের পত্র-পত্রিকায় লেখালেখি হয়েছে সবচেয়ে বেশি।



এই বিষয়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন ‘এক্স ফেক্টর’ তারকা সিমন কাওয়েল এবং ইংরেজ গায়ক রবি উইলিয়ামসকে।

ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের ওয়েব সংস্করণে বলা হয়েছে, কান্টার মিডিয়ার এক জরিপে দেখা গেছে, গত ১০ বছরে ব্রিটেনের পত্র-পত্রিকায় ম্যাডোনাকে নিয়ে লেখা হয়েছে ৪৬ হাজারেরও বেশি। এসব লেখায় ম্যাডোনার গুণকীর্তন করা হয়েছে।

এদিকে সিমনকে নিয়ে লেখা হয়েছে প্রায় ৩ হাজার বার। আর তৃতীয় স্থানে রয়েছেন রবি উইলিয়ামস।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ব্রিটিশ মডেল কেট মস এবং পঞ্চম স্থানে রয়েছেন আমেরিকার জনপ্রিয় শিল্পী ব্রিটনি স্পিয়ার্স।

বাংলাদেশ সময় ১৪৪০, জানুয়ারি ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।