ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মার্চে আসছে ‘আমার বন্ধু রাশেদ’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১১

নন্দিত কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর গল্প ‘আমার বন্ধু রাশেদ’। বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম গল্পটিকে নিয়ে এসেছেন সেলুলয়েডে।

সম্প্রতি ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সরকারি অনুদানে নির্মিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিটি স্বাধীনতার ৪০ বছর উপলে মুক্তি পাচ্ছে আগামী ২৫ মার্চ।

মহান মুক্তিযুদ্ধে এক কিশোর ও তার দলের সপ্রতিভ অংশগ্রহণের গল্প নিয়ে নির্মিত ছবি ‘আমার বন্ধু রাশেদ’। মোরশেদুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও মনন চলচ্চিত্র। লিটল থিয়েটারের একদল কিশোর অভিনেতাসহ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, ইনামুল হক, ওয়াহিদা মল্লিক জলি, আরমান পারভেজ মুরাদ, গাজী রাকায়েত, হোমায়রা হিমু প্রমুখ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭০০, জানুয়ারি ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।