ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘অফারের বন্যায় ভেসে যাচ্ছেন ডিক্যাপ্রিও’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

চলচ্চিত্রের বাজারে লিওনার্দো ডিক্যাপ্রিওর রয়েছে ব্যাপক চাহিদা, বলেন হলিউডের খ্যাতিমান পরিচালক ক্রিস্টোফার নোলান।

নোলানের মন্তব্য, ‘ডিক্যাপ্রিওর চাহিদা কেন এত বেশি তা আমি বুঝতে পেরেছি আমার ‘ইনসেপশন’ ছবির সংবেদনশীল দৃশ্যগুলো ধারণ করতে গিয়ে।



ডিক্যাপ্রিওর সঙ্গে কাজ করার জন্য নোলান কয়েক বছর থেকে চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করে তিনি কন্টাক্টমিউজিকডটকমকে বলেন, ‘আমাদের পরস্পরের সঙ্গে দেখা হয়েছিল অনেকবার। তবে আমার ছবিটিতে কাজ করার ব্যাপারে তাকে রাজি করাতে বেশ সময় লেগেছিল। ’

নোলানের ভাষায়, ডিক্যাপ্রিও যেন পরিচালকদের অফারের বন্যায় ভেসে যাচ্ছেন। তার দৃষ্টিতে, ‘এই অভিনেতা ছবি নির্বাচনের ব্যাপারে বেশ সতর্ক। ’

বাংলাদেশ সময় ১৮৫৫, জানুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।