ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কৃশ-টুতে ভিলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১১

হৃত্বিক রোশন ও প্রিয়াংকা চোপড়া অভিনীত ২০০৬ সালের সুপার হিট ছবি ‘কৃশ’। ছবির সাফল্যে পরিচালক রাকেশ রোশন নির্মাণ করছেন ‘কৃশ-টু’।

তিনি এবার এতে যুক্ত করছেন বলিউডের কিং খানকে। শাহরুখ এখানে  হৃত্বিক রোশনের স্থান দখল করছেন না বা ছবিতে কোনও নতুন নায়কের চরিত্রও যোগ হয়নি। তবে তিনি কী চরিত্রে অভিনয় করবেন? ছবির পরিচালক রোমান্টিক এ অভিনেতাকে রাজি করিয়েছেন ছবিটির ভিলেন চরিত্রে অভিনয়ের জন্য।

ভিলেনের গার্লফ্রেন্ড চরিত্রে অভিনয় করবেন সোনিয়া মেহরা ও রিয়া সেন। রেখা থাকছেন হৃত্বিকের নানির চরিত্রেই। প্রিয়াংকা চোপড়া প্রিয়া নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন।

পরিচালক জানান, তার ‘কাইট’ ছবির প্রজেক্ট শেষ হলেই তিনি ‘কৃশ টু’ নির্মাণ শুরু করবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।