ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতায় দেবাশীষ ঘোষের একক আন্তর্জাতিক থিয়েটার পোস্টার প্রদর্শনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১১

ঢাকা: কলকাতার নাট্যদল সংলাপ-এর আমন্ত্রণে আন্তর্জাতিক থিয়েটার পোস্টার প্রদর্শনীর জন্য নাট্য নির্দেশক দেবাশীষ ঘোষ ৮ জানুয়ারি কলকাতা যাচ্ছেন।

সেখানে ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত গগনেন্দ্র গ্যালারীতে দেবাশীষ ঘোষের সংগৃহীত ২১টি দেশের প্রায় ২০০টি নাটকের পোস্টার প্রদর্শিত হবে।



উল্লেখ্য, দেবাশীষ ঘোষ ১৯৮৮ সাল থেকে দেশ-বিদেশের নাটকের পোস্টার সংগ্রহ করে আসছেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যকলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর (নির্দেশনা) সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকাসহ সারাদেশে মঞ্চ নাটক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশিত নাটকগুলোর মধ্যে ঢাকা পদাতিক-এর “কথা ’৭১”, নাট্যধারা’র “এবং অশ্বমেধ যজ্ঞ” ও নটরণ-এর “অমাবস্যার কারা” উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ২১৫৬ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।