ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

একসঙ্গে ইমন ও শখ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

ইমন ও শখ, নতুন প্রজন্মের আলোচিত এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কাজ করছেন একটি বিজ্ঞাপনে। ওয়ালটন টেলিভিশনের একটি বিজ্ঞাপনে তাদের দেখা যাবে।



সম্প্রতি ইমন ও শখ বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেয়ার জন্য কলকাতা গিয়েছিলেন। বিজ্ঞাপনটি প্রসঙ্গে ইমন বললেন, এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শখ। এই প্রথম আমরা একসঙ্গে কাজ করলাম। ভালো লেগেছে তার সঙ্গে করতে। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে। ইমনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে শখ বললেন, ইমন আমার একজন পছন্দের মডেল। অজানা কারণে তার সঙ্গে কাজ করা হয়ে উঠেনি। এবারই প্রথম কাজ করলাম। কাজটি করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি দর্শকদেরও বিজ্ঞাপনটি ভালো লাগবে।
 
ইমন ও শখকে নিয়ে ওয়ালটন টেলিভিশনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কলকাতার সনথ মিত্র। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন আকর্ষণীয় লোকেশনে। চলতি মাস থেকেই দেশের সবক’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার শুরু হচ্ছে।



বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৫, জানুয়ারি ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।