ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘রাজনীতি’র জন্য পুরস্কৃত ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

গত বছরের বক্স অফিসের সেরা নায়িকা ক্যাটরিনা কাইফ। বলিউডের সুন্দরী কন্যা, রুপালি পর্দার জনপ্রিয় নায়িকা এমন অনেক খেতাবেই তাকে ভূষিত করা হয়ে থাকে।



ভারতের একটি নেতৃস্থানীয় টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘মুভি মাসালা’ তাকে সম্প্রতি তাকে প্রদান করল সেরা অভিনেত্রীর পদক।

বলিউডের ২০১০ সালের অন্যতম ব্যবসাসফল ছবি ‘রাজনীতি’। এ প্রকাশ ঝা পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা কাইফের মেধাপূর্ণ অভিনয়ের জন্য সেরা নারী অভিনেত্রী ক্যাটাগরিতে তাকে এ পদক দেওয়া হয়। জনগণের মতামতের ওপর ভিত্তি করে বিচারকরা এ পদক প্রদান করেন। গত বছরও ক্যাটরিনা এই প্রতিষ্ঠানটি থেকে এমন পুরস্কার পেয়েছিলেন।

এছাড়া এশীয় অভিবাসীদের প্রতিনিধিত্বকারী ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা ‘ইস্টার্ন আই’ ২০১০ সালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত করেছে ক্যাটরিনাকে। টানা তিনবার তিনি এ তালিকায় প্রথম স্থানে আছেন। এছাড়া গত বছরের ইয়াহুর ‘বর্ষসেরা খবর তৈরিকারি’র মুকুটটিও পরেছেন এ নায়িকা।

বাংলাদেশ সময় ২০০৭, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।