ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মা হচ্ছেন সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

সোহানা সাবা প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। এই নিয়ে তার মনে আনন্দের সীমা নেই।

তার স্বামী থাকে বিদেশে। শ্বশুড়বাড়ির লোকজন তাকে মেনে নিতে চায় না। নিজের ভবিষ্যত নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। এ অবস্থায় ঘনিষ্ঠ একজন পরামর্শ দেন অনাগত সন্তানকে নষ্ট করে ফেলতে। একধরণের টানাপোড়েনের মধ্যে তিনি পড়ে যান। অভিনেত্রী সোহানা সাবাকে এভাবেই দেখা যাবে মেরিল বেবি নিবেদিত মায়েদের গল্প সিরিজের ‘বৃত্ত’ নাটকে।

‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যত’ কার্যক্রমে মায়েদের পাঠানো চিঠি অবলম্বনে প্রতি শুক্রবার আরটিভিতে প্রচারিত হচ্ছে ‘মায়েদের গল্প’ সিরিজ। প্রতি পর্বে থাকছে একটি করে পূর্ণাঙ্গ নাটক। এই সিরিজে  ‘বৃত্ত’ নাটকটি দেখানো হবে আরটিভিতে ১৪ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টায়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।