ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আসছে নতুন জেমস বন্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

জেমস বন্ড সিরিজের নতুন ছবি আসছে আগামী বছর। সবকিছু ঠিক থাকলে সিনেমা হলে এই ছবি দেখানো হবে আগামী বছরের ৯ নভেম্বর থেকে।



বন্ড সিরিজের এই ২৩তম ছবিটিতে ফিরে আসছেন ড্যানিয়েল ক্রেইগ। তাকে এবার দেখা যাবে সুপারস্পাই হিসেবে। আর ছবিটির পরিচালনা করবেন স্যাম মেন্ডেজ।

গত বছর ফিল্ম স্টুডিও এমজিএম ব্যাঙ্কঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হওয়ার কারণে ছবি তৈরির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে এমজিএম এবং ইওএন-এর নতুন কর্তাব্যক্তিরা এবার ছবি নির্মাণের বিষয়টিকে নিশ্চিত করেছেন, খবর কন্টাক্টমিউজিকডটকম।

বাংলাদেশ সময় ০০২৫, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।