ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকাবাসীর আয়োজনে সিঙ্গার পৌষ সংক্রান্তি উৎসব উদযাপিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

ঢাকা: ঘড়ির কাঁটা ১২টা ছুঁই ছুঁই । সূর্যের আলো যেন কুয়াশার চাদর ফুঁড়ে বের হতেই লজ্জা পাচ্ছে।

তীব্র শৈত্যপ্রবাহ উপো করে সকাল থেকেই শিশু একাডেমী প্রাঙ্গণ যেন উৎসবের আমেজ বিরাজ করছিলো।

কার্জন হলের সামনে দিয়ে যাওয়ার সময় অনেকেই উৎসুক হয়ে বারবার তাকিয়ে দেখছিলেন কি হচ্ছে এখানে।

শুক্রবার শিশু একাডেমীর ম্ক্তুমঞ্চে ঢাকাবাসীর আয়োজনে সিঙ্গার পৌষ সংক্রান্তি উৎসব উদযাপিত হলো।

অনুষ্ঠানে আবাল-বৃদ্ধ-বণিতা সবার মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছিলো।

উৎসব উপলে বেলা ১২টায় শিশু একাডেমী থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। রং বেরংয়ের ঘুড়ি, প্ল্যাকার্ড আর ফেস্টুন সহকারে র‌্যালিটি কার্জন হল, দোয়েল চত্বর অতিক্রম করে।

ঘোড়ার গাড়ি ছাড়াও র‌্যালির বাড়তি আকর্ষণ ছিলো ঘোড়ায় চড়ে রাজপুত্তুরের বেশে এক তরুণের পথচলা।

র‌্যালি শেষে শিশু একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকাবাসীর প্রধান উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী।

উদ্বোধনী পর্ব শেষে সংপ্তি আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক ও ঢাকাবাসির মহাসচিব শেখ খোদা বক্স।

পরে গত ৩১ ডিসেম্বর লালবাগ কেল্লায় অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উৎসবের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পুরনো ঢাকার হাজারীবাগ লেদার টেকনোলজী কলেজ মাঠে ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশানের আয়োজনে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।