ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্রিটিশ অভিনেত্রী সুসান্নাহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

প্রখ্যাত ব্রিটিশ অভিনেত্রী সুসান্নাহ ইয়র্ক (৭২) ১৬ জানুয়ারি রোববার মারা গেছেন। তার ছেলে অরল্যান্ডো ওয়েলস এ তথ্য জানান।

সুসান্নাহ দীর্ঘদিন ধরে  দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। খবর বিবিসির।

১৯৬০-এর দশকে তিনি তার পেশাজীবন শুরু করেন। সুদীর্ঘ এই সময়ে তিনি চলচ্চিত্র, টিভি ও থিয়েটারে কাজ করেছেন, পুরস্কৃত হয়েছেন নানাভাবে। ১৯৬৯ সালে ‘দে শ্যুট হর্সেস, ডোন্ট দে?’ চলচ্চিত্রে পার্শ্ব-অভেনেত্রীর চরিত্রে অভিনয়ের জন্য অস্কারের জন্য মনোনীত হন। ১৯৫৮ সালে দ্য রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই প্রতিষ্ঠানটি সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে তাকে ‘রনসন’ পুরস্কারে ভূষিত করে।

এছাড়া সুপারম্যানের তিনটি চলচ্চিত্রেই তিনি সুপারম্যানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। দুটি শিশুতোষ বইও লিখেছেন তিনি।

এম্পায়ার ম্যাগাজিনের সম্পাদক ক্রিস হেউইট বলেন, ১৯৬৩ সালে টম জোনস চলচ্চিত্রে অ্যালবার্ট ফিনের বিপরীতে অভিনয় করে তিনি খ্যাতির আলোয় আসেন। ১৯৬৮ সালে দ্য কিলিং অব সিস্টার জর্জ চলচ্চিত্রতে ‘দারুণ’ অভিনয় করেছেন। তিনি ভীষণ আগ্রহী এবং কুশলী অভিনেত্রী ছিলেন। ’

অভিনয় জীবনের পাশাপাশি তিনি পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির সমর্থক হিসেবে যুক্ত ছিলেন।

বাংলাদেশ সময় ১৬১৫, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।