ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এ বছর গাগার আয় হবে ১০০ মিলিয়ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

সুপারস্টার লেডি গাগা ২০১১ সালে একশ মিলিয়ন ডলার আয়ের আশা করছেন। অপ্রচলিত ফ্যাশনের এই গায়িকা গেল বছর আয় করেছিলেন ৬৪ মিলিয়ন ডলার।

খবর আমেরিকার ফোর্বস ম্যাগাজিনের।

বিশ্ববিখ্যাত এ পাক্ষিক ম্যাগাজিনটি গাগার অনুষ্ঠানসূচি দেখে বলেছে, আগামী ছয় মাসে এই তারকা ৪১টি শোতে অংশ নেবেন। আর আগামী ২৩ মে বাজারে আসছে তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’। আশা করা হচ্ছে এ অ্যালবাম থেকে গাগার আয় হবে ২০ থেকে ৩০ মিলিয়ন ডলার।

বাকি অর্থ আসবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে। বিভিন্ন বিজ্ঞাপন থেকেও আসবে টাকা। গাগার ম্যানেজারের বিনোদন বিভাগের কর্মকর্তা বার্নি রেসনিকের বরাত দিয়েছে ম্যাগাজিনটি।

বাংলাদেশ সময় ২০৫০, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।