ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নিয়মিত গোসল করেন না আমির!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

শুনতে হয়ত খারাপ লাগবে, খ্যাতিমান বলিউড অভিনেতা আমির খান নিয়মিত গোসল করেন না। এই গোমর ফাঁস করেছেন আমিরের বউ কিরণ রাও।



টেলিভিশন চ্যানেল ‘লাইভ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণকে যখন জিজ্ঞেস করা হয় স্বামীর কোন বিষয়টি তার ভীষণ অপছন্দের, তখন তিনি আমিরের নিয়মিত গোসল না করার খবরটি ফাঁস করে দেন।

‘আমিরের নিয়মিত গোসল না করার বিষয়টি আমার খুব অপছন্দের,’ কিরণের এমন কথা বলার সাথে সাথে আমির নিজেকে রক্ষা করতে বলেন, ‘আসলে যখন কাজের ব্যস্ততা থাকে না তখন আলসেমি লাগে। আর তখনই এমনটি হয়। ’

আমির আরো বলেন, ‘আমি কিন্তু গোসল করেই কাজে বের হই। শুধু বন্ধের দিনগুলোতেই এই অনিয়মটা হয়। ’

বাংলাদেশ সময় ২১০০, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।