ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পণ্ডিত ভীমসেন জোশি গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

শারীরিক অসুস্থতায় সঙ্কটাপন্ন হয়ে আছেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতগুরু পণ্ডিত ভীমসেন জোশি। ভারতের পুনার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই সঙ্গীতগুরু অবস্থার খানিক উন্নতি হলেও সঙ্কট কাটেনি।



‘কৃত্রিমভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে তাকে। শঙ্কা তাই এখনো কাটেনি। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় পণ্ডিতজীর অবস্থার কোনো অবনতি হয়নি,’ বললেন জোশির দীর্ঘদিনের চিকিৎসা পরামর্শক অতুল জোশি। খবর আইএএনএস।

শারীরিক দুর্বলতা ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সী ভীমসেন জোশি ৩১ ডিসেম্বর ভর্তি হন পুনার সাহ্যাদরি হাসপাতালে। ভর্তি হওয়ার পর থেকেই ‘ভারতরত্ন’-খ্যাত এই সঙ্গীতগুরুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের মতে, জোশি শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি কিডনি জটিলতাতেও ভুগছেন।

বাংলাদেশ সময় ১৭৩৬, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।