ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আমিরের মন খারাপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বলিউড অভিনেতা আমির খানের মন খারাপ। কারণ, ৮৩তম অস্কারের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগে নির্বাচিত হয়নি তার প্রযোজিত ‘পিপলি লাইভ’।

তবে সান্ত¡না এটুকুই যে, ভারতের প্রতিনিধিত্ব করছে এটি।

মুম্বাইয়ে ২০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আমির খান বলেন, ‘যখন জানতে পারলাম ‘পিপলি লাইভ’ অস্কারে নির্বাচিত হয়নি, ভীষণ মন খারাপ হয়েছে। তবে পৃথিবীর সেরা ৬০টি ছবির মধ্যে আমরা আছি। ’

সাংবাদিকদের এ কথাও মনে করিয়ে দেন যে, অস্কারের জন্য তিনি কোনো ছবি বানান না। ‘আমি ছবি বানাই দর্শকদের জন্য। অস্কার বা অন্য কোনো পুরস্কারের জন্য নয়। ছবি দেখে দর্শক, সমালোচক ও গণমাধ্যম থেকে যে প্রতিক্রিয়া পাই, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ’

তার মতে, আসলে অস্কার, কান বা বার্লিন চলচ্চিত্র উৎসব হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্র, যেখানে ছবি পুরস্কার পেলে আন্তর্জাতিক পরিমন্ডলে দর্শক পাওয়া যায়।

অনুশা রেজভী তার পরিচালিত এই প্রথম ছবিতে ভারতের গ্রাম ও শহরাঞ্চলের জন-জীবনের পার্থক্য তুলে ধরেছেন।

বাংলাদেশ সময় ১৩০৫, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।