ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

উইকিলিকস নিয়ে হলিউডে ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনী নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছে হলিউড। অস্ট্রেলিয়ার সাংবাদিক অ্যান্ড্রু ফাউলারের বই ‘দি মোস্ট ডেঞ্জেরাস ম্যান ইন দি ওয়ার্ল্ড’ অবলম্বনে এটি নির্মাণ করবেন প্রযোজক ব্যারি জোসেফসন ও মিশেল ক্রাম।



বইটিতে ফাউলার জুলিয়ান অ্যাসাঞ্জের কৈশোর থেকে শুরু করে তার বর্তমান জীবন তুলে ধরেছেন। এখানে ২০০৬ সালে তার উইকিলিকস প্রতিষ্ঠা এবং আমেরিকার গোপন কূটনৈতিক ও সামরিক নথিপত্র প্রকাশের কথাও বিশেষভাবে বর্র্ণনা করা হয়েছে।

জুলিয়ান অ্যাসাঞ্জ সম্প্রতি ব্রিটেনে দায়ের করা সুইডেনের যৌন অপরাধ বিষয়ের মামলা থেকে জামিন পেয়েছেন। অ্যাসাঞ্জ তার আত্মজীবনী লিখছেন, যা এসব আইনি জটিলতার সুরাহা করতে তাকে সহযোগিতা করবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময় ১৯১৮, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।