ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাদ্দামকে নিয়ে ছবি করবে হলিউড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

ব্রিটিশ লেখক ও অভিনেতা সাচা ব্যারন কোহেন অভিনয় করবেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের চরিত্রে। ছবিটির নাম ‘দ্য ডিক্টেটর’।

পরিচালনা করবেন ল্যারি চার্লস। এর আগে তিনি ‘বরাত’ ও ‘ব্রুনো’ তৈরি করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

সাদ্দামের লেখা বহুল প্রচারিত উপন্যাস ‘জাবিবাহ অ্যান্ড দ্য কিং’-এর ওপর ভিত্তি করে এই ছবিটির কাহিনীচিত্র তৈরি করা হবে।

নিউজ ওয়েবসাইট ডেডলাইনডটকমের ভাষ্যমতে, প্যারামাউন্ট পিকচার্স প্রযোজিত এই ছবিটিতে বিশ্বের বহুল আলোচিত একনায়ক সাদ্দাম হোসেনের বীরত্বগাঁথা তুলে ধরা হবে।

সাচা ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন স্কট রুডিন, অ্যালিস বার্গ, জেফ শেফার এবং ডেভিড মানডেল।

বাংলাদেশ সময় ১৪৫৫, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।