ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কাজী হায়াতের ছবিতে রেসি

বিনোদন প্রতিবেদন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

ঢালিউডের নায়িকা রেসি প্রথমবারের মতো অভিনয় করছেন গুণী পরিচালক কাজী হায়াতের ছবিতে। কাজী হায়াতের নতুন ছবি ‘মানিক-রতন’-এ অভিনয়ের জন্য সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।



ঢালিউডে অনেকেই নায়িকা রেসির মধ্যে দেখতে পান শাবানার ছায়া। চার বছরের ক্যারিয়ারে অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন শহীদুল ইসলাম খোকন, সোহানুর রহমান সোহান, এফআই মানিক, মনতাজুর রহমান আকবর প্রমুখ নামি পরিচালকের ছবিতে।

ক্যারিয়ার শুরুর চার বছর পর এবারই প্রথম রেসি অভিনয় করতে যাচ্ছেন বরেণ্য পরিচালক কাজী হায়াতের ছবিতে। ছবিতে মানিক চরিত্রে ডিপজল এবং রতন চরিত্রে অভিনয় করবেন মারুফ।

আজ থেকে ২৫ বছর আগে একই নামে পরিচালক জিয়া উদ্দিন মাসুদ একটি ছবি নির্মাণ করেছিলেন। কিন্তু বিষয়টি কাজী হায়াৎ জানতেন না। তাই নতুন গল্প রচনা করে তিনি তার নাম দেন ‘মানিক-রতন’। অবশ্য পরিচালক সমিতির নতুন সিদ্ধান্ত অনুয়ায়ী একটি ছবির মুক্তির পর থেকে তার সময় ২৫ বছর পেরিয়ে গেলে একই নামে আবারো ছবি নির্মাণ করা যাবে। সেই হিসেবে গত ১৮ জানুয়ারি কাজী হায়াৎ ‘মানিক রতন’ নামেই ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন।

ফেব্র“য়ারির প্রথম সপ্তাহ থেকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ছবিটিতে ডিপজল-মারুফের বিপরীতে রেসি ছাড়াও আরো একজন নায়িকা থাকছেন। এই চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময় ২৩০০, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।