ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অভিনয়েই ক্যারিয়ার গড়ে তুলতে চান রাখি

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বিচারক সুবর্ণা মুস্তাফার প্রশ্ন ছিল, সপ্তাহে যদি আরো একটা দিন যোগ হয় তাহলে অষ্টম দিনটার নাম তুমি কী দিবে এবং ঐ দিনটায় কী করবে? রাখির ঝটপট উত্তর, ঐ দিনটার নাম দেব ‘ফান ডে’। সেদিন সবার সঙ্গে শুধু ফান করব।

অডিটোরিয়াম ফেটে পড়লো তুমুল করতালিতে। এবারের লাক্স-চ্যানেল আই সুপার স্টারের মুকুট জিতে নিয়েছে এই মাহবুবা ইসলাম রাখি।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারকদের রায় আর দর্শকদের এসএমএসে রাখি হয়েছেন সবার সেরা। বাংলানিউজকে তিনি বলেছেন খেতাব বিজয়ের অনুভূতি ও  ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

প্রথমেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার অনুভূতির কথা জানিয়ে রাখি বললেন, কী যে ভালো লাগছে! এই অনুভূতির কথা মুখে বলে বোঝানো মুশকিল। আমার জীবনের সেরা সাফল্য এটা। প্রতিযোগিতায় ভাল করবো, এই কনফিডেন্স আমার ছিল। সেরা পাঁচে পৌঁছাটাকেই আমি অনেক বড় করে দেখেছি। সবার সেরা হবো, এটা ভাবতেও পারিনি। তাই যখন আমার নাম ঘোষণা করা হলো তখন নিজের কানকেই বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছিল আমি বুঝি স্বপ্ন দেখছি।

এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার খেতাব বিজয়ী রাখি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ মিৎসুবিশি ল্যান্সার গাড়ি, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ এবং অভিনয়ের উপর একটি আন্তর্জাতিক স্কলারশিপ।

কোন পুরস্কারটিকে সেরা মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। তাই অভিনয়ের ওপর স্কলারশিপের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে নায়িকা হওয়ার সুযোগটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ ইমপ্রেস সবসময় ভালো ছবি তৈরি করে। আবার পুরস্কার হিসেবে গাড়ি পাওয়াটাকেও আমি বড় করে দেখি। পুরস্কার পাওয়া গাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঘুরে বেরিয়ে যে আনন্দ পেয়েছি সেটা ভাষা প্রকাশ করার মতো নয়। সুতরাং সব পুরস্কারই সেরা।

কার অনুপ্রেরণায় এই ইভেন্টে অংশ নিয়েছেন? এই প্রশ্নের উত্তরে রাখি বললেন, আমার মায়ের উৎসাহ-অনুপ্রেরণা থেকেই আসলে আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার বাবারও ছিল নীরব সমর্থন। আসলে পরিবার থেকে সমর্থন না পেলে কারো পক্ষেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।

রাখির কাছে জানতে চাওয়া হলো, মডেলিং নাকি অভিনয়, কোনটাকে গুরুত্ব দিবেন বেশি? তিনি বললেন, আমি অভিনেত্রী হিসেবেই ক্যারিয়ার গড়ে তুলতে চাই। পাশাপাশি মডেলিংটাও নিয়মিত চালিয়ে যাব। ছোটপর্দা নাকি বড়পর্দা কোনটি বেছে নেবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, একজন অভিনয়শিল্পী তো বিভিন্ন মাধ্যমে কাজ করতে পারেন। আমারও ইচ্ছে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজ করার। আমার পথ চলা শুরু হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। পরিস্থিতিই বলে দেবে কোন পথে যাবো।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে রাখি বললেন, অভিনয় আর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ভালো একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে চাই। আসলে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ায় ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দায়িত্ব অনেক বেড়ে গেছে। সব কাজই এখন আমাকে দায়িত্বের সঙ্গে করতে হবে।

একনজরে
পুরো নাম : মাহবুবা ইসলাম রাখি
বয়স : ১৮ বছর
উচ্চতা : ৫ ফুট ৩ ইঞ্চি
শিক্ষা : এ লেভেল
রাশি : কর্কট
প্রিয় রং : সাদা
প্রিয় খাবার : চাইনিজ

বাংলাদেশ সময় ২১১০, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।