ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আমি নিজেই বাগদানের কথা জানতাম না : সালমা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১১

সম্প্রতি অনেকটা চুপিচুপিই ক্লোজআপ ওয়ান তারকা সালমার বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র দিনাজপুরের ছেলে শিবলি সাদিক।

পেশায় একজন ব্যবসায়ী। দিনাজপুরে ‌স্বপ্নপুরী নামের পিকনিক স্পটটি তাদের পরিবারের। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়াশোনা করছেন তিনি। বাগদান হবার পর কণ্ঠশিল্পী সালমা বাংলানিউজকে তার মনের অনুভূতির কথা জানিয়েছেন।

সালমার কাছে শুরুতেই জানতে চাওয়া হওয়া হলো, মিডিয়ায় কাউকে না জানিয়ে বাগদান সম্পন্ন করার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি?  উত্তরে সালমা বললেন, আসলে হঠাৎ করেই ঘটনাটি ঘটে গেছে। আমি নিজেই একদিন আগে বাগদানের কথা জানতাম না। পুরো ঘটনাটি ঘটেছে দুই পরিবারের অভিভাবকদের ইচ্ছেতেই। কথাবার্তা বলার একপর্যায়ে তারা মনে করলেন, বাগদান হয়ে যাওয়া ভালো। খুব তাড়াহুড়ার মধ্যে তাই আমাদের আংটি বদল হয়েছে। আমার এইচএসসি পরীক্ষার পর সবাইকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করব।

পাত্র শিবলি সাদিক সালমার পূর্বপরিচিত । এ সম্পর্কে সালমা বললেন, বছর তিনেক আগ দিনাজপুরের শুটিংস্পট স্বপ্নপুরীর একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে শিবলি সাদিকের সঙ্গে আমার পরিচয়। শিবলি ঐ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তারপর মাঝেমধ্যে ফোনে কথা হতো। বিশেষ বিশেষ দিনে এসএমএসে শুভেচ্ছা বিনিময় হতো। দুজনের মধ্যেই একধরনের ভালোলাগা কাজ করতো। প্রেমের সম্পর্ক ছিল না। শিবলি অভিভাবকদের তার পছন্দের কথা জানায়। পারিবারিক পর্যায়ে শুরু হয় কথাবার্তা। দুই পরিবারের অভিভাবকদের ইচ্ছেতেই আমাদের বাগদান হয়েছে।

বাগদানের অনুভূতির কথা জানতে চাইলে সালমা বললেন, আমার সব সময় ইচ্ছে ছিল বাবা-মার পছন্দেই বিয়ে করব। আমার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। তাই খুব ভালো লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।

২৬ জানুয়ারি বুধবার রাতে ঢাকার দিলু রোডের সালমার বাসায় এই আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় শিবলি সাদিক ও সালমার পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন। দু দিন পর এ বিষয়টি সালমা মিডিয়াকে জানান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১০, জানুয়ারি ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।