ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জুডি আসছেন বন্ডের বস হয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

ডেম জুডি ডেঞ্চকে আবারো দেখা যাবে জেমস বন্ডের আসরে। ব্রিটিশ সুপার স্পাই বন্ডের ২৩তম অধ্যায়ে এই প্রবীণ অভিনেত্রীকে এবারো দেখা যাবে বন্ডের বস হিসেবে।



এর আগে জুডি বন্ডের বসের চরিত্রে অভিনয় করেছিলেন ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’, ‘ডাই অ্যানাদার ডে’, ‘ক্যাসিনো রয়েল’ এবং ‘কোয়ান্টাম অব সোলাস’ ছবিগুলোতে।

‘ড্যানিয়েলের সঙ্গে আবারও কাজ করব, ভাবতেই ভালো লাগছে। পরিচালক স্যাম মেনডেজের সঙ্গে শুধু থিয়েটারে কাজ করেছিলাম। আশা করি, বড় পর্দাতেও কাজ করে আনন্দ পাব,’ বলেন জুডি ডেঞ্চ। খবরটি ছাড়া হয়েছে ব্রিটেনের ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে।

এ বছরেরই ছবিটির শুটিং শুরু হবে বলে ছবিটির কর্তাব্যক্তিরা আশা করছেন। আর মুক্তি পাবে ২০১২ সালের নভেম্বরে।

বাংলাদেশ সময় ১৭৪০, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।