ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাজিমাত করল কম বাজেটের ‘উড়ান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১

বাঘা বাঘা পরিচালক এবং ব্লকবাস্টার ছবিকে পেছনে ফেলে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাজিমাত করল কম বাজেটের ছবি ‘উড়ান’। প্রথম ছবি বানাতে এসে পরিচালক বিক্রমাদিত্য মতোওয়ানে তার ‘উড়ান’ দিয়ে জয় করে নিলেন ফিল্মফেয়ারের অধিকাংশ পুরস্কার।



২৯ জানুয়ারি শনিবার রাতে মুম্বাইয়ে ফিল্মফেয়ারের ৫৬তম আসরে মোট আটটি পুরস্কার অর্জন করে নেয় ‘উড়ান’। বিচারকদের বিচারে পেয়েছে সেরা ছবির সম্মান। পুরস্কারের তালিকায় আরো রয়েছে সেরা চিত্রনাট্য, সেরা গল্প, সেরা পার্শ্বচরিত্র (পুরুষ) ও সেরা চিত্রগ্রহণ।

এদিকে, ‘মাই নেম ইজ খান’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারপেয়েছেন শাহরুখ খান ও কাজল। ছবিটির পরিচালক করণ জোহর পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার।

রণবীর কাপুর ও ইমরান খানের বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় অনুষ্ঠিত হয়েছিল এই পুরস্কারবিতরণী অনুষ্ঠান।

২০১০ সালের বাণিজ্যসফল ‘দাবাং’-অর্জন করেছে সেরা ছবিসহ মোট পাঁচটি পুরস্কার। এই ছবির সোনাক্ষী সিনহা পেয়েছেন সেরা নবাগতের পুরস্কার। সঙ্গীতের সেরা পুরস্কার এসেছে সাজিদ-ওয়াজিদ ও ললিত পণ্ডিতের ঝুলিতে। এই ছবিতে গান গাওয়ার জন্য সেরা পুরস্কার পেয়েছেন নর্মত শর্মা। তবে এই পুরস্কারটি তাকে ভাগ করে নিতে হয়েছে ‘তিস মার খান’-এর সুনিধি চৌহানের সঙ্গে।

হালকা মেজাজের রোমান্টিক ছবি ‘বান্দ বাজ ভারত’ ছবিটি পেয়েছে তিনটি পুরস্কার। নবাগত পরিচালকের পুরস্কারটি এসেছে ছবিটির পরিচালক মনীশ শর্মার ঘরে। সেরা নবাগত অভিনেতার পুরস্কারটি পেয়েছেন এই ছবির রণবীর সিং এবং সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন হাবিব ফয়সাল।

হাবিব ফয়সালের পরিচালনায় ‘দু দুনি চার’ অর্জন করেছে তিনটি পুরস্কার।

এছাড়া ‘ইশকিয়া’ ছবির ‘দিল তো বাচ্চা হায় জি’ গানটির জন্য সেরা গায়কের (পুরুষ) পুরস্কারটি পেয়েছেন রাহাত ফতেহ আলী খান এবং এই সেরা গানটির জন্য পুরস্কার পেয়েছেন গুলজার। এই ছবিতে অভিনয়ের জন্য বিদ্যা বালান পেয়েছেন বিচারকের চোখে সেরা অভিনেত্রীর খেতাব।

এবারের আসরে নব্বই বছর বয়সী গায়ক মান্না দে-কে দেওয়া হয়েছে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার এবং হিন্দি চলচ্চিত্রে টানা চল্লিশ বছর অভিনয়ের জন্য অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।

বাংলাদেশ সময় ১৮৩০, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।