ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টিভি অনুষ্ঠানের জমজদের সংগঠন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

দেশ টিভির প্রতি রবিবারের নিয়মিত অনুষ্ঠান ‘আমরা দুজন দেখতে কেমন’-এ অংশগ্রহণকারী জমজদের উদ্যোগে গঠিত হলো টুইনস কমিউনিটি বাংলাদেশ নামের জমজদের একটি সংগঠন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মাঠে জমজদের এক আড্ডায় সংগঠনটি আত্মপ্রকাশ করে।

জমজদের পাশাপাশি তাদের অভিভাবকরাও যোগ দেন এই অনুষ্ঠানে।

২০১০ সালের ১৮ এপ্রিল থেকে দেশ টিভিতে শুরু হয় ‘আমরা দুজন দেখতে কেমন’ নামে জমজদের নিয়ে একটি বিনোদনমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটির বিষয়-বৈচিত্র্যের জন্য দর্শকপ্রিয়তা পায়। অনুষ্ঠানে এ পর্যন্ত ৩০টি জমজ জুটি অংশ নিয়েছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করেই কয়েকটি জমজ জুটি জমজদের জন্য একটি বিশেষ দিবস নির্ধারণের জন্য গঠন করে টুইনস কমিউনিটি বাংলাদেশ।

সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি তারা তাদের আড্ডায় প্রতি বছরের এপ্রিল মাসের প্রথম শুক্রবার টুইনস ডে হিসেবে ঘোষণা করেন। টুইনস কমিউনিটি বাংলাদেশ নিজেদের সুবিধা-অসুবিধা বিনিময়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করবে বলে একমত হয়। আাগামীতে এ বিষয়ে তারা বিস্তারিত ঘোষণা দেবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৪৫, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।