ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছায়ানটে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১

৫ ফেব্রুয়ারি শনিবার ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি শিল্পীদের সমন্বিত পরিবেশনা ‘চির বন্ধু, চির নির্ভর, চির শান্তি’ শীর্ষক ভিন্নধারার এক আয়োজন।

নূরজাহান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম ও অণিমা রায় এবং নজরুলগীতি শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী ও সহিদ কবির পলাশ।


অনুষ্ঠান উদ্বোধন করবেন বরেণ্য ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক।

আয়োজন প্রসঙ্গে প্রাবন্ধিক আহমদ রফিক জানান, ‘বাংলা গানের এ দুই পুরোধা ব্যক্তিত্বের সঙ্গীত নিয়ে এ আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। একজন শুদ্ধ সঙ্গীত অনুরাগী শ্রোতা হিসেবেই আমি অনুষ্ঠানে যাবার আগ্রহ প্রকাশ করেছি। ’

অনুষ্ঠান শুরু হবে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ছায়ানট মিলনায়তনে। অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নূসরাত শারমিন রিক্তা। আয়োজনে রয়েছে জার্নি কমিউনিকেশন।

বাংলাদেশ সময় ০০১৫, ফেব্রুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।