ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পুরস্কার পাচ্ছে সব হ্যারি পটার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

হ্যারি পটার সিরিজের ছবিগুলোকে দেওয়া হবে এ বছরের ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বা বাফটা পুরস্কার । লন্ডনের রয়েল অপেরা হাউসে ১৩ ফেব্রুয়ারি দেওয়া হবে এই পুরস্কার ।



বাফটার আয়োজকরা জানান, হ্যারি পটারের লেখক জে কে রাউলিং ও ছবিগুলোর প্রযোজক ডেভিড হেইম্যান গ্রহণ করবেন এই পুরস্কার । খবর : বিবিসি

আয়োজকদের মতে, এই ছবিগুলো ব্রিটিশ শিল্প ও কারিগরি ঐতিহ্যকে অনেক উঁচুতে তুলে ধরেছে।

২০০১ সাল থেকে এখন পর্যন্ত পটারের সাতটি ছবি বিশ্বজুড়ে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

পটারের অষ্টম ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেডলি হ্যালোস : পার্ট টু’ মুক্তি পাবে আগামী জুলাইয়ে।

বাংলাদেশ সময় ০০২০, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।