ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অস্কার লাইব্রেরিতে ‘খেলেইন হাম...’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

চট্টগ্রামের ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে আশুতোষ গোয়ারিকারের ঐতিহাসিক ছবি ‘খেলেইন হাম জি জান সে’ সংরক্ষিত হবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সংগ্রহশালায়।

ইতিমধ্যে সংগ্রহশালার পক্ষ থেকে পরিচালককে অনুরোধ করা হয়েছে ছবিটির চিত্রনাত্র্যের একটি কপি পাঠাতে, যাতে চলচ্চিত্রে আগ্রহীদের গবেষণার কাজে এটি ব্যবহার করা যায়।



১৯৩০-এর দশকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানের জন্য আন্দোলনকারীদের ওপর লেখা মানিনী মুখোপাধ্যায়ের লেখা বই ‘ডু অ্যান্ড ডাই’-কে ভিত্তি করে তৈরি করা হয় এই ছবি। ২০১০ সালের ৩ ডিসেম্বর এটি মুক্তি পায়।

এর আগে ভারত থেকে ‘রক অন’, ‘রাজনীতি’ ও ‘অ্যাকশন রিপ্লাই’ ছবিগুলো রাখা হয়েছে অস্কার লাইব্রেরিতে।

বাংলাদেশ সময় ০০২৫, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।